নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:৩৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম
অনিক হোসেনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো
নোয়াখালীর বেগমগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবারাহের অভিযোগে মো. অনিক হোসেন নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়।
রবিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার শহীদ আমান উল্যাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।
দণ্ডিত মো. অনিক হোসেন সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের শহীদ আমান উল্যাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকল সরবারাহের সময় হাতে নাতে ধরা পড়েন মো. অনিক হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত অনিককে সাত দিনের কারাদণ্ড এবং নগদ ২০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহ করায় অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।’