× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে যেতে বুক কাঁপে মধ্যবিত্তদেরও

সিলেট অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২২:৩২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৬:০৫ পিএম

বাজারে যেতে বুক কাঁপে মধ্যবিত্তদেরও

সিলেটে সবজি ও মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের দাবি, দাম বাড়ার অনুপাতে বাড়ছে না আয়-রোজগার। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেকে। এমনকি সবজি, মাছ-মাংসের বাজারে যেতে এখন বুক কাঁপে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদেরও বলে জানান তারা।

গত সপ্তাহে ডিমের বাজারে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিলেছে। ব্রয়লার মুরগির ডিম কিছুটা কমে ডজন বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়। এর আগে ডজনে ২০ টাকা বেশি ছিল। অস্থিরতা বিরাজ করছে মাছ-মাংস ও সবজির বাজারে। এ সপ্তাহে ৬০ টাকা কেজির কমে বাজারে সবজি মিলছে না। এ ছাড়া ৩৫০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। কম দামি হিসেবে পরিচিত পাঙাশের কেজিও এখন ২৫০ টাকা।

শনিবার (১৯ আগস্ট) নগরীর বন্দরবাজার, সোবহানীঘাট ও মদিনা মার্কেটসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ২৮০-৩৬০ টাকা, কাঁচা মরিচ ২৫০, শিম ২৬০, করলা ১০০, বেগুন ৮০-৯০, মুলা ৫০, শসা ৫০-৬০, কাঁকরোল ৬০, গাজর ১২০, কচুর মুখি ৭০-৮০, ঢেঁড়স ৬০, পটোল ৬০, চিচিঙ্গা ৫০-৬০, বরবটি ৬০-৭০, ধনেপাতা ২০০ টাকা। মিষ্টি কুমড়া (কাটা পিস) ৩০ টাকা, লাউ ৫০-৬০, চাল কুমড়ার জালি ৫০, ফুলকপি ৫০, পেঁপে ২৫-৩৫ ও কাঁচকলার হালি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৭০-৮০, আদা ২২০, রসুন ২২০, আলু ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। মসুর ডালের কেজি ১০০-১৪০ টাকা, মুগ ডাল ১৩০ টাকা। দুই কেজি প্যাকেট ময়দা ১৫৬ টাকা, দুই কেজি আটার প্যাকেট ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চালের বাজারে নতুন করে বাড়েনি দাম। এদিকে দীর্ঘদিন ধরে কাটছে না চিনির সংকট। দোকানিরা ১৪০-১৫০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছেন।

এ ছাড়া মাছের এ ভরা মৌসুমেও বাজার চড়া। এক কেজি রুই বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৩৮০-৪০০ টাকায় বিক্রি হয়েছে। বড় চিংড়ির কেজি ৮০০ টাকা, ছোট সাইজের ৭০০-৭৫০ এবং দেশি ট্যাংরা ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০-৭৬০ টাকা। এ ছাড়া খাসির মাংস ৯৫০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে কিছুটা কমে ১৬৫-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মদিনা মার্কেট এলাকায় শরীফ উদ্দিন নামে এক ক্রেতা জানান, বাজারে প্রতিটি জিনিসের দাম বেশি। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে। বাজারের লাগাম টেনে ধরার মতো কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না।

সোবহানীঘাট এলাকার ব্যবসায়ী রহিম মিয়া বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে জিনিসপত্রের দাম বেড়েছে। বাজারগুলোতে চাহিদার তুলনায় পণ্যসামগ্রী সরবরাহ কম হচ্ছে। যার কারণে সবজি ও মাছের দাম বেশ বেড়ে গেছে। সরবরাহ বাড়লে দাম কমবে।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘জেলা প্রশাসন সবসময় বাজার মনিটরিং করে। প্রত্যেক মাসে এ মনিটরিং নিয়ে মিটিং হয়ে থাকে। বাজারমূল্য নিয়ে কোথাও কোনো গরমিল মনে হলে অভিযান চালানো হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা