× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীকে বিবস্ত্র করে ছবি ধারণ, কথিত যুবলীগ নেত্রী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৯:২৮ পিএম

কথিত যুব মহিলা লীগ নেত্রী মেহনাজ মিশু। প্রবা ফটো

কথিত যুব মহিলা লীগ নেত্রী মেহনাজ মিশু। প্রবা ফটো

সাভারে এক নারীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ নানা অভিযোগে কথিত এক যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদসংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেত্রীর নাম মেহনাজ মিশু। তিনি নিজেকে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তবে যুব মহিলা লীগের কোনো কমিটিতে তিনি নেই বলে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি ডেইজি সারওয়ার।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মাসে এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে সংরক্ষণ, অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টাসহ নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে মিশুর বিরুদ্ধে। এ ছাড়া তার সহযোগিতায় ওই নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে আতিফুর রহমান আতিফ নামের একজনের বিরুদ্ধে। 

তিনি বলেন, মিশুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আতিফুর রহমান আতিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী নারীর মা বলেন, ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহনাজ মিশু। সে আমার মেয়েকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেছে। এ ছাড়া জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়। আমার মেয়ে গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মেহনাজ মিশুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মেহনাজ মিশু যুব মহিলা লীগের কোনো কমিটিতে নেই বলে দাবি করে সংগঠনটির সভাপতি ডেইজি সারওয়ার বলেন, মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নন। তিনি আমার স্বাক্ষর নকল করে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দিতেন। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা