× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে শোকবার্তা

দল থেকে বহিষ্কার হয়ে নিজের পক্ষে ছাত্রলীগ নেতার যুক্তি

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৩:৫৮ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৪:১১ পিএম

সদ্য সাময়িক বহিষ্কৃত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ। প্রবা ফটো

সদ্য সাময়িক বহিষ্কৃত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ। প্রবা ফটো

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার নিয়ে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেছেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ।

শুক্রবার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। সোহাগ শরিফসহ কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের আরও ছয়নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরপরই নিজের পক্ষে যুক্তি তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগের এই নেতা।

এর আগে সাঈদীর মৃত্যু নিয়ে কমেন্টে তিনি লেখেন, ‘আমি কাশিয়ানী থানা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক। আমি একজন মুসলিম হিসেবে হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এ কারণে যদি আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তবে করুক। আমি গর্বিত আমি মুসলিম।’

নিজের পক্ষে যুক্তি দিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘ওপরে উল্লেখিত কমেন্ট করার জন্য আমাকে কাশিয়ানী থানা ছাত্রলীগের আমার উক্ত পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একজন মুসলিম হয়ে আরেক মুসলিম মারা গেলে তার মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়া এবং তার জন্য দোয়া করা কি অপরাধ? এবং ছাত্রলীগের বহিষ্কারের কোন শর্তে লেখা আছে যে মৃত ব্যক্তির পরকালের জন্য দোয়া করলে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকা হবে। তাকে বহিষ্কার করা হবে? মৃত ব্যক্তি নিয়ে রাজনীতি করা কতটা যৌক্তিক? একটা কথা মনে রাখবেন ধর্মের থেকে রাজনীতি বড় নয়।’

তিনি আরও লিখেছেন, ‘আজ আমি, আপনি রাজনীতির কারণে ছাত্রলীগ আছি। কাল যুবলীগ এরপর আওয়ামী লীগ। এভাবে দলের পরিবর্তন হবে কিন্তু ধর্ম তো একটাই আমার ইসলাম। ইসলাম ধর্মে জন্ম নিয়েছি আর ইনশাআল্লাহ ইসলাম ধর্মে থেকেই মারা যাব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) আমাদের শিক্ষা দিয়েছেন যে, যদি তোমার শত্রুরও মৃত্যুর খবর পাও তবে তার জন্য দোয়া করো। রাজনীতিতে এসে যদি ইসলামের পক্ষে কথা বলতে না পারি তাহলে এই রাজনীতি দিয়ে কি করবো। তবে যতদিন আছি দেশের ও মানুষের জন্য নিজ থেকে যতটুকু পারি কাজ করে যাবো ইনশাআল্লাহ। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জামায়েত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেয় ছয় নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা