× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ

‘কারাগারে ফাঁসি দিয়ে নয় চার নেতাকে কুপিয়ে হত্যা করেছিলেন জিয়া’

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২২:৫৬ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২৩:৩১ পিএম

 মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ । প্রবা ফটো

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ । প্রবা ফটো

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান কারাগারে জাতীয় চার নেতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘আজকে মির্জা ফখরুলরা মানবাধিকারের কথা বলে, বিদেশিদের কাছে নালিশ দেয়। অথচ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান কারাগারের অন্ধকার প্রকৌষ্ঠে জাতীয় চার নেতাকে ফাঁসি দিয়ে নয়, কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন।’

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের আর মাত্র চার মাস। সংবিধান মেনে যথা সময়েই নির্বাচন হবে। এ সময় মির্জা ফখরুলদের অসংলগ্ন কথাবার্তা দিয়ে কাজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।

দেশের নানাবিধ উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করেছেন। কয়েক লাখ ভূমিহীন-গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কোটি কোটি মানুষকে সহায়তা অব্যাহত রেখেছেন।’

শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা