× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে মশার ওষুধের বিষক্রিয়ায় ১১ ছাত্রী অসুস্থ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৩৫ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২১:০৯ পিএম

নরসিংদীতে মশার ওষুধের বিষক্রিয়ায় ১১ ছাত্রী অসুস্থ

নরসিংদীতে পাঠদান চলাকালীন স্কুলের চারপাশে মশার ওষুধ ছিটানোয় বিষক্রিয়ায় ১১ ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনে এ ঘটনা ঘটে। 

অসুস্থ ছাত্রীরা হলো- জান্নাত, আয়েশা, তুবা, আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত, মুক্তা ও তুলি। তারা সবাই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ বলেন, ‘মশার ওষুধের বিষক্রিয়ায় শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

সাম্প্রতি ডেঙ্গু রোগী বৃদ্ধিতে নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কর্মসূচি শুরু করেছে। এর আওতায় গতকাল দুপুরে নরসিংদী সরকারি মহিলা কলেজ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এ সময় একই ক্যাম্পাসে উচ্চ বালিকা বিদ্যানিকেতনে নিয়মিত পাঠদান চলছিল। দরজা জানালার ফাঁক দিয়ে মশার ওষুধের বাষ্প শ্রেণিকক্ষে ঢুকে পড়লে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, মশার ওষুধ ছিটানোর বিষয়টি আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না, তাই শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। 

নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, ‘ওষুধে বিষক্রিয়া হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেন বিষক্রিয়া হচ্ছে সেটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা