× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৫:১৮ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২২ ১৯:০৮ পিএম

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। ছবি : প্রবা

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। ছবি : প্রবা

দাম্পত্য জীবনের এক দশক কেটেছে। এর মধ্যে তারা একবার মা-বাবা হয়েছেন। তবে সেই শিশু বাঁচেনি। ফের সন্তান পাওয়ার ইচ্ছায় চলতে থাকে চিকিৎসা।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এবার সন্তানসম্ভবা মায়ের দিকে সবার ছিল বাড়তি নজর। প্রসব ব্যথা উঠলে প্রসূতিকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে একে একে চার সন্তান জন্ম দেন তিনি।

চার নবজাতকের তিনটি মেয়ে, বাকিটা ছেলে। ছেলেমেয়েদের নিয়ে দারুণ খুশি মা রিপা বেগম।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী।

সোমবার (১০ অক্টোবর) রাতে শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। এর আগে নরমাল পদ্ধতিতে একটি সন্তান হয় রিপার।

গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রসূতি এবার আগে থেকেই ফিট ছিলেন। বিকালে তাকে হাসপাতালে আনা হলে পথমে নরমাল প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর আর তার ব্যথা বাড়েনি। পরে সিজারিয়ান পদ্ধতিতে বাকি তিনটি শিশু প্রসব করেন তিনি। মা ও শিশুরা সবাই ভালো আছে।’

নবজাতকদের বাবা সাগর আলী বলেন, ‘আমি বিদেশে থাকতাম। দীর্ঘদিন বাচ্চা নেওয়ার চেষ্টা করি। দুই বছর আগে আমার স্ত্রীর প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চারটি বাচ্চা দেখে আমি অনেক খুশি।’

প্রবা/রাই/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা