× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি : রংধনু গ্রুপের চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৭:০৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ০০:১০ এএম

পূর্বাচল উপ-শহরে অবস্থিত বাণিজ্য মেলা প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

পূর্বাচল উপ-শহরে অবস্থিত বাণিজ্য মেলা প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। এখন আমরা স্বাধীনভাবে চলতে এবং কথা বলতে পারছি। ব্যবসা-বাণিজ্য করতে পারছি। আর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজি করছি এবং ভবিষ্যতেও করে যাব।’

জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পূর্বাচল উপ-শহরে অবস্থিত বাণিজ্য মেলা প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আপনাদের বিপদে-আপদে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। রূপগঞ্জে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে। ১০ দিনের মধ্যে এর ফল পাবেন।’ 

এদিন সকাল ৯টা থেকে রূপগঞ্জ উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন ও তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাণিজ্য মেলা মাঠে জড়ো হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন বাহনের বহর নিয়ে হাজারও মানুষ উপস্থিত হন। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়।

জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রবা ফটো

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মুখপাত্র শেখ সাঈদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন কমল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, তারাব পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, তরুণ শিল্পোদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, আবু হোসেন ভূইয়া রানু, বলবা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তাইবুর রহমান। ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা।

 সভাস্থলে হাজার হাজার নেতাকর্মী। প্রবা ফটো

আলোচনা সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান।

এ ছাড়া উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সফিক, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা