× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস না পেয়ে সাভারে তিতাস অফিস ঘেরাও

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৯:০৬ পিএম

এলাকাবাসী সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক অফিস ঘেরাও বিক্ষোভ করছে। প্রবা ফটো

এলাকাবাসী সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আঞ্চলিক অফিস ঘেরাও বিক্ষোভ করছে। প্রবা ফটো

নিরবচ্ছিন্ন আবাসিক গ্যাস না পাওয়ায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকার তিতাস অফিস ঘেরাও করে সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৮ গ্রামের গ্রাহকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে কর্মসূচি প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। 

মোনত্তাহার নামে এক বিক্ষোভকারী বলেন, ‘দীর্ঘদিন ধরে তেঁতুলঝোরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়া, ভাওয়ালিয়াপাড়া, কুটিবাড়ি, মাঝিপাড়া ও কৃষ্ণনগর এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। আমাদের ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাচ্ছেন। সকালে না খেয়ে অফিসে যেতে হচ্ছে। অনেকে হোটেলে খেয়ে অনেক কষ্টে অফিস করছেন। বারবার গ্যাস অফিসে অভিযোগ ও যোগাযোগ করে সুফল মিলছে না। এর আগেও তিতাস অফিস ঘেরাও করে অবস্থান নিয়েছিলাম, প্রত্যেকবার গ্যাস দেওয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়েছে। কিন্তু তিতাস অফিস তাদের দেওয়া কথা রাখেনি। গ্যাস না দিয়ে আমাদের কাছ থেকে বিল নেওয়া হচ্ছে। গ্যাস না দিলে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব।’

তেঁতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু মিয়া বলেন, ‘গ্রাহকরা তাদের যৌক্তিক দাবি নিয়ে তিতাস অফিস ঘেরাও করে অবস্থান নেয়। বর্তমানে গ্রাহকরা অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন। আমিও চাই গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করা হোক।’ 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন বলেন, ‘ওই এলাকায় গ্রাহকরা গ্যাস পাচ্ছিলেন না। তারা আমাদের সঙ্গে কথা বলতে আসছিলেন। তারা আশ্বস্ত হয়েছেন। আসলে গ্যাস সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। সেখানে গ্যাস না পাওয়ার কারণ উদঘাটন করে আমরা সমাধানের চেষ্টা করব।’

এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার অজীত চন্দ্র দেব বলেন, ‘ওই এলাকার বিভিন্ন ওয়াশিং ফ্যাক্টরি গ্যাস টানার মেশিন দিয়ে অবৈধভাবে গ্যাস সরবরাহ করে থাকে। এ জন্য ওই এলাকার আবাসিক বাড়িগুলো নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছে না। এ ছাড়া সাভারে কিছুটা গ্যাস সংকটের কারণেও এই সমস্যার সৃষ্টি হচ্ছে, আমরা সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধানের চেষ্টা করব।’

গত ১৬ জুলাই একই দাবিতে তিতাস অফিস ঘেরাও কর্মসূচি পালন করে তেঁতুলঝোরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কয়েকশ মানুষ । সমাধানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন তখন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা