× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ট্রেন থামতেই আচমকা হামলা চালিয়ে ছিনতাই, আটক ৯

টঙ্গী (গাজাীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৬:০৯ পিএম

 ট্রেনে আতঙ্কিত যাত্রীরা। ছবি : সংগৃহীত

ট্রেনে আতঙ্কিত যাত্রীরা। ছবি : সংগৃহীত

চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেল স্টেশনের আউটার সিগন্যালে এসে থামতে শুরু করে। আচমকা কিছু বুঝে উঠার আগেই ট্রেনে দুর্বৃত্তদের হামলা। শুরু হয় এলোতাথাড়ি পাথর নিক্ষেপ। এতে আহত হন টিটিসহ অন্তত ১০ যাত্রী। এ সময় যাত্রীদের কারও কারও মোবাইল, টাকা, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টায় টঙ্গী রেল স্টেশনের আউটার সিগন্যালের এ ঘটনায় ৯ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা প্রতিদিনের বাংলাদেশকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

ঘটনার বিষয়ে টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, ‘রাত ১০টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটার সিগন্যালে এসে পৌঁছে। আউটার সিগন্যালে ট্রেনের গতি কমে আসলে দুর্বৃত্তরা ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের টিটিসহ ১০ যাত্রী আহত হন। পরে দ্রুত ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসা হয়।’

ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেন থামার পরপরই ট্রেনে ইটপাটকেল ও পাথর নিক্ষেপের শব্দ শোনা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ছিনতাইকারীরা চারটি বগিতে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই শুরু করে। এতে আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। দুর্বৃত্তরা অনেকের ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। এ সময় ট্রেনের এক টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘হামলা ও ছিনতাইয়ের ঘটনায় ট্রেনের টিটিসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। আশপাশের এলাকায় রাতভর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৯ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি কমলাপুর রেলওয়ে ভিাগের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা