মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২৩:০৪ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২৩:০৫ পিএম
ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলার পাঁচ দিন ধরে ভাসছিল বঙ্গোপসাগরে। খবর পেয়ে শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ট্রলারটিতে থাকা ১১ জেলেসহ ট্রলারটি সাগরের জেফোড পয়েন্টের কাছ থেকে উদ্ধার করে কোস্ট গার্ড পশ্চিম জোন। তাদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৯ জুলাই ওই ফিশিং ট্রলারটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ১১ জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৯টায় ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফিশিং ট্রলারটি সাগরে ভাসতে থাকে। শুক্রবার কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলার এবং ১১ জেলেকে নিরাপদে কোস্ট গার্ডের দুবলা স্টেশনে নিয়ে আসে। তাদের খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।