× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাদুকাটা নদীর পাড়কাটা বন্ধের দাবিতে সমাবেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২২:৪৪ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২২:৫৯ পিএম

তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে প্রতিবাদ সামবেশ। প্রবা ফটো

তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধের দাবিতে প্রতিবাদ সামবেশ। প্রবা ফটো

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে ঘাগটিয়াসহ ২০ গ্রাম রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকালে উপজেলার ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীর তীরে এ সামবেশের আয়োজন করা হয়। ঘাগটিয়া গ্রামবাসীর আয়োজনে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগিতায় সমাবেশে আশেপাশের গ্রামের বাসিন্দারাও যোগ দেন। 

স্থানীয় সামরুজ আলীর সভাপতিত্বে এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান। স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন, মো. আবু তোরাব, মো. আস্তারুল, মো. আকাশ মিয়া, আশিক উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি প্রকাশ্যে ড্রেজার, বোমা মেশিন দিয়ে নদীর পাড় কাটা হচ্ছে। এতে আমাদের বসতবাড়ি ভেঙ্গে যাচ্ছে। প্রতিবাদ করলে আমাদের মারধর করে এবং মামলার হুমকি দেয়।’

সমাবেশে উপস্থিত ঘাগটিয়া আদর্শ গ্রামের গৃহিণী রাজিনা বেগম বলেন, ‘পাড় কাটতে কাটতে তারা বাড়ির উঠান কাটা শুরু করেছে। বাধা দিলে আমার উপর হামলা করে এবং মেরে ফেলার হুমকি দেয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছি। এখনও তাদের পাড় কাটা চলছেই। যেকোনো মুহূর্তে বাড়িটা নদীগর্ভে চলে যাবে। আমার বসতভিটা রক্ষায় সবার সহযোগিতা চাই।’

আবু নাসের খান বলেন, ‘নদীর পাড় কাটায় এই এলাকার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন। এ অপকর্ম বন্ধে পরিবেশ অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। এ অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

কাসমির রেজা বলেন, নদীর পাড় কাটায় ঘাগটিয়াসহ ২০ গ্রাম হুমকির মুখে। ইজারার কথা বলে প্রভাবশালীরা পাড় কাটছে। নদীর পাড় কখনো ইজারা দেওয়া হয় না। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়। এতে সাময়িকভাবে বন্ধ হলেও আবার শুরু হয়। আমরা এর স্থায়ী সমাধান চাই। নদীর তীরে জিওব্যাগ ফেলে ওয়াকওয়ে নির্মাণ করলে তীর রক্ষা পাবে এবং পর্যটন শিল্পেরও বিকাশ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা