বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২১:৫১ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২২:১২ পিএম
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে দ্বিতীয় দফা ভার্চুয়াল সংলাপ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠিত ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’। সংলাপে শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে কেএনএফের সঙ্গে এবার সরাসরি আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কেএনএফের মধ্যে সংঘাতের জেরে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে জেলা পরিষদের সভাকক্ষে শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টায় এই সংলাপ হয় বলে জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র ও বান্দরবান জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
তিন ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সংলাপে শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে কেএনএফের সঙ্গে এবার সরাসরি আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগে ১৯ জুলাই শান্তি প্রতিষ্ঠা কমিটি ও কেএনএফের মধ্যে প্রথমবারের মতো ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দফার সংলাপ শেষে কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’কেএনএফ যেসব বিষয়ে দাবি তুলেছিল, সেগুলো লিখিত আকারে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু তারা এখনও পাঠাতে পারেনি। তারা সেগুলো সিদ্ধান্ত নিয়ে পাঠাবে বলে জানিয়েছে।’
সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, ‘কেএনএফ আগের বিষয়গুলো তুলে ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যে বিষয়গুলো দিয়েছে, সেসব ব্যাপারে কথা বলেছে। কিন্তু আমরা তো এগুলো দেখিনি। আমরা বলেছি তাদের দাবিগুলো লিখিত আকারে জমা দিতে। কারণ ডকুমেন্ট ছাড়া আমাদের পক্ষে কথা বলা সম্ভব নয়। আরও বলেছি, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রস্তাব নিয়ে সংলাপে বসা সম্ভব নয়।’
‘তবে আমাদের মূল কাজ আস্থা অর্জন করা। তাদের সঙ্গে সংলাপের প্রক্রিয়া চালিয়ে সমাধানের জন্য তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা’, যোগ করেন মুখপাত্র কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।
শান্তি প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় দফা সংলাপে শান্তি প্রতিষ্ঠা কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বম স্যোসাল কাউন্সিলের সভাপতি লালজারলম বম, সাধারণ সম্পাদক লালথাং জেল বম; ধর্মীয় গুরু পাকসিম বম, কৃপা ত্রিপুরা, খুমী সোস্যাল কাউন্সিলের উপদেষ্টা লেলুং খুমী, অ্যাডভোকেট বাসিংথুয়াই মারমা, বাংলাদেশ মারমা অ্যাসোসিয়েশনের সভাপতি মংচিংনু মারমা, সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা ও উজ্জ্বল তঞ্চঙ্গ্যা।
কেএনএফের পক্ষে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মইয়া ওরফে লালজং সই বম, মেজর লিয়ানা ওরফে জেরসিং লিয়ান বম, কর্নেল ভাপুয়া ওরফে লালসাংলম বম এবং মেজর স্টে ওয়াড ওরফে লালসাং রেস বম।