বগুড়া অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৯:০২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২০:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় এক বৃদ্ধার বস্তাবন্দি খণ্ডিত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া বটতলা তালপুকুরপাড়া গ্রামে একটি পুকুরের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত খুকী বেগম (৮০) ওই এলাকার খোরশেদ প্রামাণিকের স্ত্রী। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গত বুধবার থেকে খুকী বেগম নিখোঁজ ছিলেন। পরে গতকাল দুপুরে বস্তাবন্দি অবস্থায় দ্বিখণ্ডিত তার মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনা পুলিশ গুরুত্ব-সহকারে তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।