× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানচিতে নৌপথ ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৮:২২ পিএম

সাঙ্গু নদী। প্রবা ফটো

সাঙ্গু নদী। প্রবা ফটো

টানা তিন দিনের ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবানের থানচিতে দুর্গম তিন্দু, রেমাক্রীসহ নৌপথে যেতে হয় এমন সব পর্যটন কেন্দ্র ভ্রমণের অনুমতি দিচ্ছে না থানচি উপজেলা প্রশাসন।

শুক্রবার (৪ আগষ্ট) বিকাল ৪টায় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে থানচিতে নৌপথে যেতে হয় এমন সকল পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সড়ক পথে যাওয়া যায় এমন সকল পর্যটন কেন্দ্রে যেতে বাধা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মত সব স্পটে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন ঝিরি হয়ে সাঙ্গু নদীতে প্রবল বেগে নদীর পানি প্রবাহিত হচ্ছে। ফলে ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে নৌপথে যেতে হয় এমন সকল পর্যটন স্পষ্ট ভ্রমণে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন।

গত এক দশকে থানচি উপজেলার অন্যতম পর্যটনস্পট নাফাখুম ও রেমাক্রি নৌপথে ভ্রমণে গিয়ে নদী ও ঝিড়িতে পড়ে গিয়ে নিহত হয়েছে অনন্ত পাঁচজন পর্যটকসহ ১২জন। আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা