বরিশাল অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৭:২৬ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৩০ পিএম
নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। প্রবা ফটো
খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি হয়।
এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।
বক্তব্য রাখেন মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শানু বেগম, মহিলা ফোরামের অর্থ সম্পাদক সালমা নাসরিন, বাসদ বরিশাল জেলার সদস্য সন্তু মিত্র, বাসদ উজিরপুর উপজেলার সংগঠক মঞ্জুর মোরশেদ প্রমুখ।
মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শানু বেগম বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। নারী ক্রীড়াবিদরা এগিয়ে আসলে এসব প্রতিরোধ করা যাবে।
তিনি বলেন, অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার দাবি জানাই।