× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের দাবিতে তরুণীর অনশন, আত্মগোপনে তুহিন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৬:২৪ পিএম

পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। শুক্রবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে প্রেমিক মো. তুহিন গোলদারের বাড়ির সামনে অনশনে বসেন তিনি। 

তুহিন ওই গ্রামের মো. ইদ্রিস গোলদারের ছেলে। তুহিন পৌর শহরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। অনশনে বসা তরুণী উপজেলার একটি ক্লিনিকে স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।

ঘটনার পর থেকে তুহিন ও তার পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন।

তরুণীর অভিযোগ, এক বছর আগে তুহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুহিন তাকে বিয়ের আশ্বাসও দেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তরুণীকে তুহিন বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি তুহিনের পরিবারের লোকজনের চোখে পড়লে মারধর করে তরুণীকে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে তুহিন ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। আর তালাবদ্ধ বাড়ির সামনে অবস্থান নেন ওই তরুণী।

দুই মাস আগেও একবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। আলোচনা করে বিয়ের ব্যবস্থা করা হবে এমন আশ্বাস দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে নিজ বাড়ি পাঠিয়ে দেন।

অনশনরত তরুণী বলেন, ‘বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছে তুহিন। ডায়াগনিস্টক সেন্টারের ব্যবসা করতে আমার কাছ থেকে তিন লাখ টাকাও নেয় সে। তার পরিবারও আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল।’

অভিযুক্ত তুহিন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে থাকায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা