× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ওয়াশিং কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম

টঙ্গীতে কারখানার আগুনে দগ্ধরা। ছবি : সংগৃহীত

টঙ্গীতে কারখানার আগুনে দগ্ধরা। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় শিল্পাঞ্চলের এন্ডিগো ওয়াশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ড্রায়ার বিভাগের কর্মী রাজু, মো. দুলাল, মো. রমজান ও মো. মামুন। প্রথমে তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজু ও দুলালকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শ্রমিকেরা জানান, কারখানায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎপাদন চলে। বৃহস্পতিবার রাতে ড্রায়ার মেশিনে কাপড় শুকানো হচ্ছিল। এ সময় হঠাৎ মেশিনে বিস্ফোরণের বিকট শব্দ হয়ে গ্যাস বের হতে থাকে। মুহূর্তে গ্যাসের আগুন আশপাশে ছড়িয়ে পড়লে কয়েকজন দগ্ধ হন। তৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে বাইরে বের হতে থাকেন।

কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কারখানার নিজস্ব উদ্যোগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করে পরিস্থিতি শান্ত রেখেছি। কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।’

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, কোনো কারখানা থেকে অগ্নিকাণ্ডের খবর পাইনি। 

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুর ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা