গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১০:২১ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১১:০৫ এএম
গাজীপুরের কোনাবাড়ীতে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা খেয়ে মাইক্রোর দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। হতাহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে।
শুক্রবার (৪ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীর বাইমাইলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার দারোয়ানী গ্রামের রাশিদুল ইসলামের ছেলে মো. শাহ আলম। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানায় মেকানিক পদে চাকরি করেন তিনি। অন্য নিহত জুয়েল মিয়া। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার সকালে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকা থেকে আশপাশের কারখানার ১০ জন শ্রমিক একটি মাইক্রো ভাড়া করে কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাচ্ছিলেন। ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়ক অতিক্রম করে বাইমাইল এলে মাইক্রোটির চাকা ফেটে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা খায়। এতে মাইক্রোটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাকি আরোহীরা।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কোনাবাড়ী থানার এসআই আবুল কাশেম বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।