পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২৩:১৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২৩:৩১ পিএম
প্রতীকী ছবি
পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
নিহত ওই যুবকের নাম আলাউদ্দিন। তিনি হাড়িভাসা ইউনিয়নের হাওড়াপাড়া এলাকার
বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায়
একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, আলাউদ্দীন বুধবার বিকালে তার বড় ভাই সেরাম উদ্দীনের শ্বশুর বাড়িতে যান। বৃহস্পতিবার বিকালে সেখানে বৈদ্যুতিক ত্রুটি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।