চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২২:৫০ পিএম
আব্দুল হাকিম শাহ। ছবি : প্রবা
ব্যবসার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে আব্দুল হাকিম শাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অ্যাডভোকেট ফাহাদ বিন তাহের চৌধুরীর দায়ের করা মামলায় বুধবার (২ আগস্ট) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী বলেন, ‘ব্যবসায়িক সমস্যার কথা বলে আব্দুল হাকিম শাহ আমার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন। সেই টাকা চাওয়ায় তিনি আমাকে মারধর করে আমার কাছে থাকা অঙ্গীকারনামাসহ আরও ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতারণা মামলা করেছি।’
আসামি আব্দুল হাকিম শাহ ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদ নাজিরহাট এলাকার মৃত আবু ফয়েজ শাহের ছেলে। তিনি চকবাজার থানাধীন চট্টেশ্বরী মোড় এলাকার বিভালীহিলে থাকতেন। ব্যবসার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নগরীর চকবাজার থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, আত্মীয়তার সম্পর্কের সুবাদে হাকিম শাহ ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ফাহাদ বিন তাহের চৌধুরীর কাছ থেকে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন।