× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষোভ প্রকাশ করে তনুর বাবা

সাত বছরে আর কতো সাক্ষ্য দিতাম

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২২:০৪ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২৩:১৬ পিএম

সোহাগী জাহান তনু। প্রবা ফটো

সোহাগী জাহান তনু। প্রবা ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তার খালাতো বোন লাইজু জাহানের সাক্ষ্যগ্রহণ স্থগিত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা অসুস্থ থাকায় তা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) এ সাক্ষ্যগ্রহণের কথা ছিল। 

তনুর বাবা ও মামলার বাদী ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান। 

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘পূর্ব নির্ধারিত সময়ে আমরা কুমিল্লার নগরীর পিবিআই কার্য্লয়ে হাজির হই। হাজির হওয়ার পর আমাদের জানানো হয় তদন্ত কর্মকর্তা অসুস্থ তাই সাক্ষ্য নেওয়া হচ্ছে না।’

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাত বছরে আর কতো সাক্ষ্য দিতাম? যাদের জিজ্ঞাসাবাদ করলে রহস্য বের হতো, তাদেরকেই তো এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আমার পরিবারের প্রতিটি সদস্য ও আত্মীয়-স্বজন এমনকি শিক্ষকরাও সাক্ষ্য দিয়েছে, আর কী বাকি রইল?’ 

তিনি আরও বলেন, ‘তদন্ত কর্মকর্তা ডেঙ্গুতে আক্রান্ত বলে সাক্ষ্য গ্রহণ পিঁছিয়েছে। একদিন আগে আমাদের মোবাইলে তা জানিয়ে দিলে হতো, এটা হয়রানি ছাড়া আর কিছুই না।’ 

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধারের পর আজও এ হত্যা রহস্যের জট খুলেনি। হত্যাকাণ্ডের পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয়ে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ মার্চ তনুর মরদেহ কবর থেকে তুলে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয়। ওই ময়নাতদন্তেও মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। 

এ মামলাটি প্রথমে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 

সর্বশেষ ২০২০ সালের নভেম্বর মাসে কুমিল্লা সিআইডি থেকে মামলার ডকেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায় হস্তান্তর হয়। 

তদন্ত সংস্থাগুলোর সূত্রে জানা যায়, এরই মধ্যে বেশ কয়েকজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সিআইডির ফরেনসিক ল্যাবে ওই নমুনার প্রোফাইলিংয়ের কাজ হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মজিবুর রহমান বলেন, ‘আমার প্রচণ্ড জ্বর। ধারণা করা হচ্ছে ডেঙ্গু সংক্রমণ। মামলাটি অধিক গুরুত্ব দিয়ে আমরা আন্তরিকভাবে তদন্ত করে যাচ্ছি। সুস্থ হওয়ার পর লাইজু জাহানের সাক্ষ্য নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা