× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বাস খাদে পড়ে ২০ জন আহত

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৩:৪৪ পিএম

খাদে পড়ে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

খাদে পড়ে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বাস যাত্রীদের বরাতে তিনি জানান, সকালে আক্কেলপুর বাসটার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহনের বাসটি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাসটিতে চালক ও সহকারীসহ ৩০ জনের মতো যাত্রী ছিল। সকাল ৯টায় উপজেলার ভিকনী নামক স্থানে আসলে আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের সহকারীসহ ২০ জন আহত হয। খবর পেয়ে আক্কেলপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। এরমধ্যে ১৪ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনাকবলিত বাসের আহত যাত্রী জহুরা খাতুন বলেন, ‘আমি গোপীনাথপুর আলিম মাদ্রাসার শিক্ষিকা। আক্কেলপুর পশু হাসপাতালের মোড় থেকে বাসে উঠে কর্মস্থলে যাচ্ছিলাম। ভিকনী এলাকায় পৌঁছায় পর একটি ট্রাক গেল। এরপর কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাসটি খালে পড়ে যায়। এরপর লোকজন এসে আমাদের উদ্ধার করেন।’ 

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আমির আলী বলেন, ‘দুর্ঘটনার পর বাসের চালককে পাওয়া যায়নি। চালকের সহকারী টার্মিনাল থেকে বাসটি চালিয়ে আনছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তার আগে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। অন্যরা প্রাথমিকভাবে আহত হয়েছেন। আমরা বাসটির চার পাশে খুঁজেছি। বাসের ভেতর ও আশপাশে কোনো যাত্রী পাইনি। বাসটি উপরে তোলার চেষ্টা চলছে।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আদনান বলেন, বাস দুর্ঘটনায় আহত ১৪ জন যাত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পাঁচজন ভর্তি হয়েছেন।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, খাদ থেকে বাসটি উপরে তোলার জন্য ক্রেন আনা হচ্ছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা