× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতনের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিকদের অবস্থান

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১২:৫৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৩:১৭ পিএম

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছেন শ্রমিকরা। প্রবা ফটো

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছেন শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান করছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে কারখানা শ্রমিকরা বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান।

গাজীপুর এনডিসি আব্দুল্লাহ আল-নূর বলেন, মালিকপক্ষ বিকালে আসার কথা। শ্রমিকরা এসেছে তাদের বলে দেওয়া হয়েছে বিকাল ৪টায় বসা হবে। বিকালে দুপক্ষের মধ্যে বসে সমাধান করা হবে। 

জেলা প্রশাসক কার্যালয়ে বকেয়া বেতন দেওয়ার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। তবে শ্রমিকরা অবস্থান করলেও এখন পর্যন্ত কারখানার মালিক পক্ষ আসনে।

শ্রমিকদের অভিযোগ, গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকার স্টাইলক্রাফট নামের তৈরি পোশাক কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে তাদের জুন ও জুলাই মাসের বেতন এবং কোরবানি ঈদের বোনাস পাওনা আছে। এ পাওনা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু পাওনা আদায় না করে মালিকপক্ষ কারখানা বন্ধ করে নোটিস টানিয়ে দেয়। পরে আমরা আন্দোলন করি। আজ জেলা প্রশাসক সমাধান করার কথা বলেছেন এজন্য আমরা সবাই এসেছি। আমরা একটি সমাধান চাই। 

ওই কারখানা শ্রমিক নুর হোসেন ও আলেয়া খাতুন বলেন, জেলা প্রশাসক আজ সকাল ১০টায় আসতে বলেছিলেন। এজন্য আমরা এসেছি কিন্তু এখানে এসে জানতে পারলাম এখন বিভিন্ন মিটিং চলছে। বিকাল ৪টায় বসে এটা সমাধান করে দিবে। আমরা এখানেই অবস্থান করব। 

এর আগে বুধবার সকালে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা