× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ ঘণ্টা পর নওগাঁ ও বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৭:৫৫ পিএম

নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) উপকেন্দ্র। প্রবা ফটো

নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) উপকেন্দ্র। প্রবা ফটো

প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ ও বগুড়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৪টার পর থেকে জেলা দুটির কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল ৯টা থেকে নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) উপকেন্দ্রের প্যানেল বোর্ডে আকস্মিক শর্ট সার্কিটের ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

নেসকোর অফিস থেকে জানা যায়, শহরের কাঁঠালতলী মহল্লায় নেসকোর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের প্যানেল বোর্ডে সকালে আকস্মিক ত্রুটি দেখা দেয়। মুহূর্তেই পুড়ে যায় কন্ট্রোল সিস্টেমের বেশ কয়েকটি তার। যার প্রভাব পড়ে নওগাঁ নেসকোর আওতাধীন ১৪টি ফিডারে।

এসব ফিডারের আওতায় থাকা নওগাঁ ও পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলা এবং সান্তাহার পৌরসভা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল থেকে বিদ্যুৎ না পেয়ে চরম দুর্ভোগে পড়েন দুই জেলার বাসিন্দারা।

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই। এজন্য সময়মতো স্কুলেও যেতে পারিনি। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে পরিবারের সবার অসুস্থ হওয়ার মতো অবস্থা। সময়মতো খাবার খেতে পারিনি। এভাবে বিদ্যুৎ সমস্যা অব্যাহত থাকলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে।’

নওগাঁ জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটের সিনিয়র স্টাফ নার্স মেমি খাতুন বলেন, ’কিডনি রোগীদের ডায়ালাইসিসের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সংযোগ না থাকায় সকাল থেকেই রোগীদের আইপিএস-জেনারেটর দিয়ে সেবা দিতে হচ্ছে। এক্ষেত্রে ডায়ালাইসিস মেশিনের সমস্যা হওয়ায় রোগীদেরও বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে।’

এ বিষয়ে নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ (দক্ষিণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, ’উপকেন্দ্রের কন্ট্রোল সিস্টেমের কিছু তার পুড়ে যাওয়ায় সবকটি ফিডারের সংযোগ বন্ধ হয়ে পড়েছিল। পরে রাজশাহী থেকে প্রটেকশন টিম এসে প্যানেল বোর্ডের ত্রুটি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকাল ৪টার দিকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। শিগগিরই সবকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা