× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনাল খেলা ডিসেম্বরে : ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ০১:০১ এএম

নোয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের। প্রবা ফটো

নোয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের। প্রবা ফটো

ক্ষমতায় বসে বন্দুক উঁচিয়ে জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিল মানি ইস নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নয়। আজ তার পুত্র একই কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিল মানি ইস নো প্রবলেম, টাকা কোনো সমস্যা নয়। আর আজ লন্ডনে বসে তারেক রহমান স্কাইপিতে বলেছেন টাকার কোনো অভাব হবে না। পিতা যা বলেছেন, পুত্রও তাই বলছে। এত টাকা এলো কোত্থেকে?' 

শনিবার (২২ জুলাই) বিকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'তারেক রহমান ১৬ বছর ধরে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন। আর রাজনীতি করবে না এই অঙ্গীকার করেছেন। সেই তারেক রহমান বলে টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে করে শেখ হাসিনার পতন ঘটাবে, এ ধরনে পরামর্শ দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের। টাকা হলে নাকি আন্দোলন করতে পারবে। সে কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকার ৪০ কোটি টাকা শেখ হাসিনা উদ্ধার করেছেন। কোথা থেকে এত বাড়ি, এত গাড়ি, এত কিছু। এসব দুর্নীতির টাকা, পাচারের টাকা, হাওয়া ভবনের টাকা। এই অপশক্তি রুখতে হবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৎ, মানবিক নেতা আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে একমাত্র সৎ, সাহসী, মানবিক নেতা হলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার সততা, সাহস, উন্নয়ন, ডিপ্লোম্যাসির জন্য বাংলাদেশ নয়, বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করেন।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, 'খেলা হবে, মোকাবিলা হবে, ফাইনাল খেলা হবে ডিসেম্বরে। অপেক্ষা করুন ফখরুল সাহেব। যত মিথ্যা বলে যাচ্ছেন, এই মিথ্যাই আপনাদের পতন ঘটাবে। প্রস্তুত হয়ে যান মোকাবিলার জন্য।' 

শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে শনিবার সকালে হেলিকপ্টারে কবিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতারণ করেন ওবায়দুল কাদের। এরপর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ দেন। দুপুরে পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল উদ্বোধন করেন। রবিবার সকালে বাবা-মায়ের কবর জিয়ারাত শেষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিমের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সংসদ সদস্য (সংরক্ষিত) বেগম ফরিদা খানম সাকী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, হাতিয়ার সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা