× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তোলেন ইউপি মেম্বার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ২০:০২ পিএম

স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তোলেন ইউপি মেম্বার

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা ভোগ করছেন এক নারী ইউপি সদস্য। বছরের পর বছর ধরে এভাবেই অবৈধভাবে ভাতা তুলছেন খাউলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্য শাহিনুর বেগম। তিনি এই ভাতা তুলছেন মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে।

শাহিনুর ২০১৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫১ হাজার টাকা বিধবা ভাতা বাবদ তুলে নিয়েছেন। ২০২০ সালে ব্যাংক এশিয়ার হাতে চলে যায় এই ভাতা প্রদান পদ্ধতি। ব্যাংকটির দেওয়া তথ্যমতে, ২০২০ সালের ৪ মে থেকে চলতি বছরের ১৭ জুন পর্যন্ত তার ব্যবহৃত একটি মোবাইল ফোনে ট্রান্সফার করে ২১ হাজার টাকা বিধবা ভাতা বাবদ তুলে নিয়েছেন।

শাহিনুর ২০২১ সালের ২ নভেম্বর ১৬ নং খাউলিয়া ইউনিয়নে ৪, ৫, ৬ নং সংরক্ষিত আসনে মেম্বার নির্বাচিত হন। তার স্বামী ধানসাগর গ্রামের দেলোয়ার হোসেন শেখ ইউনিয়ন পরিষদের অধীনে চলমান ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির লেবার সরদার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বামী থাকতেও বিধবা ভাতা গ্রহণের বিষয়ে মেম্বার শাহিনুর বেগম বলেন, ’তিনি একসময় মোরেলগঞ্জ সদর ইউনিয়নে বসবাস করতেন। ওই সময় ইউনিয়ন চেয়ারম্যান তাকে বিধবা ভাতার কার্ড করে দেন। পরে তিনি স্বামীর ঠিকানায় খাউলিয়া ইউনিয়নে মেম্বার নির্বাচিত হন। কিন্তু পরে আর ভাতা তোলা বন্ধ করেননি।’

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা এ বিষয়ে বলেন, ’অতীতের চেয়ারম্যানদের সময়ে কিছু ত্রুটিপূর্ণ কাজ হয়েছে। শাহিনুর বেগমকে বইসহ পরিষদে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।’  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বৃহস্পতিবার বলেন, ’শাহিনুর বেগমের ভাতার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা