× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্ষা করতে হবে না কামরুলদের

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২৩:১০ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১১:৪৪ এএম

‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’-এর আওতায় ছয়জনকে অটোরিকশা হস্তান্তর করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। প্রবা ফটো

‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’-এর আওতায় ছয়জনকে অটোরিকশা হস্তান্তর করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। প্রবা ফটো

চাকরি করে পরিবার চালাতেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরের কামরুল ইসলাম। সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে নিজেই বোঝা হয়ে যান পরিবারের। মানুষের কাছে হাত পেতে চলতে হতো তার। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অটোরিকশা পেয়ে আর ভিক্ষা করতে হবে না কামরুলের। শুধু কামরুল নয়, ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্ত হলো উপজেলার বিভিন্ন এলাকার জসিম উদ্দিন, মনিজা খাতুন, রেজিয়া খাতুন, জাকেরা খাতুন ও আতর বানু। প্রধানমন্ত্রীর দেওয়া অটোরিকশা উপহার পেয়ে তারা মহাখুশি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’-এর আওতায় ছয়জনকে ব্যাটারিচালিত অটোরিকশা হস্তান্তর করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।

ভিক্ষা না করার শপথ নিয়ে কামরুল ইসলাম বলেন, ‘চাকরি করে সংসার চালাতাম। সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাই। অভাবের তাড়নায় মানুষের কাছে হাত পেতেছি। আজ প্রধানমন্ত্রীর উপহারের অটোরিকশা পেয়েছি। প্রধানমন্ত্রীসহ সবাইকে ধন্যবাদ।’

বিধবা আতর বানু বলেন, ‘আমার মতো অসহায় মানুষকে প্রধানমন্ত্রী অটোরিকশা উপহার দিয়েছেন। এটি মেয়ের জামাই চালিয়ে টাকা দেবে। আমি অনেক খুশি। ভিক্ষা করব না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ বলেন, ‘বাছাই করে ৪৩ জন থেকে ছয়জনকে অটোরিকশা দিয়েছি। অটোরিকশা থেকে আয় দিয়ে তারা সংসার চালাতে পারবে। আমরা নিয়মিত দেখভাল করব। তাদের সঙ্গে চুক্তি হয়েছে। কেউ এটি বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত বলেন, ‘ছয়জন ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে মুক্ত হলো। আমাদের লক্ষ্য কার্যকরভাবে পুনর্বাসিত করা, যাতে তারা আর ভিক্ষাবৃত্তিতে যুক্ত না হয়।’

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ বলেন, ‘ভিক্ষুক পুনর্বাসন করা বাংলাদেশ সরকারপ্রধান শেখ হাসিনার অঙ্গীকার। তিনি নানান প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও আশ্রয়হীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। দ্রুত বেগমগঞ্জকে ভিক্ষুক মুক্ত করব।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাফিজুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা