× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালিম করা নিয়ে তাবলিগের দুই গ্রুপের মারামারির ঘটনায় মামলা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২১:১১ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২১:৩৫ পিএম

তাবলিগ জামাতের মুসল্লি। সংগৃহীত ফটো

তাবলিগ জামাতের মুসল্লি। সংগৃহীত ফটো

গাজীপুরে মসজিদে নামাজের পর তালিম করাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের (জুবায়ের ও সাদপন্থি) মারামারিতে সাদ কান্ধলভির চার অনুসারীর আহতের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১০ জুলাই) সাদপন্থি আলফাজ হোসেন বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি।’ 

মামলার আসামিরা হলেনপটুয়াখালীর কলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে খালেদ হোসেন, মাদারীপুরের শিবচর এলাকার হাবিবুর রহমানের ছেলে শাহেদ হোসেনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন।

বাদী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুমাস ধরে মোতাওয়াল্লিসহ মসজিদ কমিটির অনুমতি নিয়ে চার-পাঁচজন মুসল্লি কাশিমপুর থানাধীন চক্রবর্তী দারুল আবরার মাদ্রাসা মসজিদে নামাজের পর তালিম করে আসছিলেন। তবে এ ঘটনায় জুবায়েরপন্থিরা বিরোধিতা করেন। ৯ জুলাই মাগরিবের পর সাদপন্থিদের তালিম শুরু হয়। এমন সময় মামলার আসামিরা তালিম কেন করা হচ্ছে, জানতে চায় এবং গালিগালাজ করে। একপর্যায়ে তারা মসজিদে থাকা কাঠের লাঠি (ছাতুন) দিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হয়।

মামলার বাদী আলফাজ হোসেন বলেন, ‘আমাদের মসজিদের ভেতর এসে জুবায়েরপন্থি লোকজন মারধর করে। আমরা চারজন আহত হই। প্রথমে আমাকে শেখ ফজিলাতুন নেছা হাসপাতালে ভর্তি করা হয়। এখন আমি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছি। আমি এ ঘটনার বিচার চাই।’

হামলায় আহত বাকি তিনজন হলেনডা. মাসুদ পারভেজ, মো. আরমান ও শাহজাহান সরকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা