× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশিয়া থেকে মোংলায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২০:৪৯ পিএম

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসা রাশিয়ান জাহাজ। প্রবা ফটো

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসা রাশিয়ান জাহাজ। প্রবা ফটো

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি মালামাল নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি মার্গারেট। 

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। আজ সন্ধ্যা থেকে জাহাজ থেকে মালামাল খালাস হওয়া শুরু হবে। 

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সর খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী রাশিয়ার জাহাজের আসার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ ওজনের বিভিন্ন ধরণের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে গত ৬ জুন মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে এম ভি মার্গারেট। আজ বিকালে রাশিয়ান এ জাহাজ মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। 

সন্ধ্যায় ৭টায় এ জাহাজ থেকে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনারী মালামাল খালাসের কাজ শুরু হবে। এসব মালামাল খালাস করতে ৪৮ ঘন্টা লাগবে। বৃহস্পতিবার জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে। পরে খালাস হওয়া মালামাল সড়ক পথে নেওয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। 

গত ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে এম ভি লিবার্টি হারভেস্ট। এরআগে গত ২৯ মে এম ভি আনকা স্কাই, ৬ মে এম ভি আনকা সান ও ২৫ এপ্রিল এম ভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

সাম্প্রতি ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি কার্গো জাহাজকে রুপপুরের মালামাল পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রুপপুরের মালামাল পরিবহনে কাজে ব্যবহার করা হয়। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে মালামাল নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে এ বন্দরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা