× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণাগারে রাখা ৩৮টি মোরগ চুরি

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম

সাভারে গবেষণায় রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। প্রবা ফটো

সাভারে গবেষণায় রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। প্রবা ফটো

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। ঈদের আগে বুধবার (২৮ জুন) রাতে ৫ নং পিওরলাইন মেল সেড থেকে চুরির এ ঘটনা ঘটে।

সোমবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম নামের এক কর্মচারী।   

মনিরুল ইসলাম জানান, ঈদের আগের রাতে কোনো একসময় গবেষণায় রাখা মোরগগুলো চুরি হয়ে গেছে। গবেষণাগারের এই সেডে মোট ৩০০টি মোরগ ছিল। সেখান থেকে আরআরআই এবং হোয়াইট লেঘুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। আমরা ডিউটি করি সকাল থেকে বিকাল পর্যন্ত। এরপর নিরাপত্তাকর্মীদের ওপর দায়িত্ব থাকে। তাদের দায়িত্বে গাফিলতি থাকতে পারে।  

বিএলআরআইয়ের নিরাপত্তাপ্রধান আহসান হাবিব বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

প্রতিষ্ঠানটির তথ্য কর্মকর্তা দেবজ্যোতি ঘোষ বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

বিএলআরআইয়ের অতিরিক্ত পরিচালক মো. জিল্লুর রহমানকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা