× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে প্রথম পরিত্যক্ত পলিথিন কেনার হাট উদ্বোধন

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:৫৫ পিএম

হাটের উদ্বোধনের দিনই ৫০ টাকা কেজি দরে ৪৯৭ কেজি পরিত্যক্ত পলিথিন কেনা হয়েছে। প্রবা ফটো

হাটের উদ্বোধনের দিনই ৫০ টাকা কেজি দরে ৪৯৭ কেজি পরিত্যক্ত পলিথিন কেনা হয়েছে। প্রবা ফটো

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দেশের প্রথম পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক কেনার হাট উদ্বোধন করা হয়ছে। রবিবার (৯ জুলাই) বিকালে পৌরসভার মেয়র চত্ত্বরে এ হাটের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। হাটের উদ্বোধনের দিনই ৫০ টাকা কেজি দরে ৪৯৭ কেজি পরিত্যক্ত পলিথিন কেনা হয়েছে। পৌরসভার ৬৫ জন বাসিন্দা এসব পলিথিন বিক্রি করেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক যত্রতত্র ফেলায় মাটির গুণাগুণ নষ্ট এবং ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া পানি নিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে। এগুলো পোড়ালে সৃষ্টি হয় কার্বন, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিয়েছে পৌরসভা। প্রাথমিকভাবে প্রতিটি বাসা বাড়িতে দুটি করে ঝুড়ি দেওয়া দেওয়া হয়েছে। একটিতে পচনশীল, অপরটিতে অপচনশীল বর্জ্য রাখা হয়েছে। পৃথকীকরণ করার পর পৌরবাসিন্দারা সেসব পলিথিন ও প্লাস্টিক বিক্রি করছে। এ ছাড়া প্রতি বিক্রেতাকে একটি করে ৫০ কেজির বস্তা দেওয়া হয়েছে। এখন থেকে প্রতি রবিবার বিকালে এভাবে হাট বসিয়ে পলিথিন কেনা হবে।

মেয়র ফজলুর রহমান বলেন, ‘আপাতত ক্রয়কৃত পলিথিন ও প্লাস্টিক শহরতলীর জগন্নাথপুরে পৌরসভার ডাম্পিং স্টেশনে বিনষ্ট করা হবে। তবে ভবিষ্যতে যদি কোন প্রতিষ্ঠান প্রক্রিয়াজাতকরণের জন্য এসব কিনতে চায় তাহলে বিক্রি করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা