× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বল বিচার বিভাগ নিয়ে রাষ্ট্র শক্তিশালী হয় না : প্রধান বিচারপতি

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৬:৫৭ পিএম

পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শনিবার এক অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রবা ফটো

পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শনিবার এক অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রবা ফটো

কোনো দেশের বিচার বিভাগ যদি দুর্বল হয়, তাহলে সেদেশের রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী নয় বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি হলো বিচার বিভাগ। যদি জুডিশিয়ারি (বিচার বিভাগ) দুর্বল হয় তাহলে সেই রাষ্ট্র শক্তিশালী, এটা বলা যাবে না। সেজন্য আমরা চেষ্টা করছি, যাতে পাবলিক (সাধারণ জনগণ) ন্যায়বিচার পেতে আদালতে আসেন।’

শনিবার (৮ জুলাই) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘জনগণ যাতে সহজে ও স্বল্প সময় এবং খরচে ন্যায় বিচার পায়, তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করা হচ্ছে। দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেওয়া হচ্ছে। কখনও কখনও চাপ দিচ্ছি। যাতে আরেকটু গতিশীল করা যায়।’

তিনি বলেন, ‘আমাদের মামলা নিষ্পত্তি হার যদি ১২৫ শতাংশে উন্নীত করা যায়, বর্তমান যে মামলার জট রয়েছে তা আগামী ৫-৭ বছরের মধ্যে সহনশীল অবস্থায় আসবে।’

পরে প্রধান বিচারপতি পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। এছাড়া বিচারকদের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। বিকালে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আক্তারুজ্জামান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহমেদ, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান রবিউল আলম বুদু ও আ: রহিম খান।

এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উর্ধ্বতন কর্মকর্তা, বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা