× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির সামনে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ পরিবার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৬:৪৪ পিএম

কাঁটাতারের বেড়া দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে এক পরিবারকে।

কাঁটাতারের বেড়া দিয়ে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে এক পরিবারকে।

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পরিবারের বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে তাদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে টানা দেড় মাস অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা। 

অবরুদ্ধ হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. আলম শাহ্ ফকির মঙ্গলবার (৪ জুলাই) অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি ও বিচারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

স্থানীয় ও অবরুদ্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম শাহ্ ফকির ২৫ বছর আগে ফকিরবাড়ি স্কুলসংলগ্ন রাস্তার পাশে জমি কিনে গাছপালা রোপণ করেন। সেখানেই জমির এক পাশে পাকা ভবন তুলে বাস করতে থাকেন। দেড় মাস আগে প্রতিবেশী জুলফিক্কার গাজি লোকজন নিয়ে আলম শাহ ফকিরের ভবনের সামনে থেকে বাঁশ, খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দিয়ে তার গাছপালা ও পাকা রাস্তাসহ জমি দখল করে নেয়। এতে ওই পরিবারের রাস্তায় বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

আলম শাহ্ ফকির অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কয়েকজন নেতার প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বেড়া দিয়ে তার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার স্ত্রী কুলসুম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ’প্রভাবশালীদের ভয়ে ছেলে-মেয়েদের নিয়ে সার্বক্ষণিক আতঙ্কে থাকতে হয়। এ ঘটনার ন্যায়বিচার দাবি করছি প্রশাসনের প্রতি।’      

কাঁটাতারের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ বিষয়ে জানতে চাইলে জুলফিক্কার আলী গাজি বলেন, ‘আলম শাহ্ ফকিরের বাড়ির মধ্য থেকে জমি পাব, তাই দখল করেছি।’ 

ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক বলেন, ‘আলম শাহ্ ফকিরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা