× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১২:২৩ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৩:২৮ পিএম

নিহত রবিউল হক সায়েদ। প্রবা ফটো

নিহত রবিউল হক সায়েদ। প্রবা ফটো

ফেনীর ছাগলনাইয়ায় ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার শুভপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা শুভপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। 

নিহত যুবকের নাম রবিউল হক সায়েদ। তিনি শুভপুরের পূর্ব জয়পুর গ্রামের বাসিন্দা। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শোয়াইব ইমতিয়াজ নিলয় বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রিদোয়ান আলম বলেন, উত্ত্যক্তের ঘটনাটি মীমাংসার জন্য ইউপি সদস্য সজীব ফোন দিয়ে সায়েদকে ডেকে আনেন। সেখানে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহের বসা ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে বখাটেরা সায়েদের সঙ্গে তর্কে জড়িয়ে যায়। সৌরভ নামে এক বখাটে সায়েদকে জাপটে ধরে বুকে ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন সায়েদ। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সায়েরা আক্তার সাথী বলেন, ভাই সায়েদসহ পরিবারের সদস্যরা মিলে বিকালে ঘুরতে যাই। সেখানে ছবি তোলার সময় কিছু ছেলে আমাকে অশালীন মন্তব্য করে। পরে ভাই প্রতিবাদ করলে ১০-১২ জন বখাটে তাকে মারতে ঘিরে ধরে। চম্পকনগর নর্দমা এলাকায় এ ঘটনার সূত্রপাত হলেও শুভপুর বাজারে তারা আমার ভাইকে ছুরিকাঘাত করে। আমি তাদের চেহারা চিনব, তবে নাম জানি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা