× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টোল আদায়ে রেকর্ড ছাড়াল বঙ্গবন্ধু সেতু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৩ ১১:০৯ এএম

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় টোল আদায়ের সময় গাড়ির সারি। প্রবা ফটো

বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজায় টোল আদায়ের সময় গাড়ির সারি। প্রবা ফটো

ঈদুল আজহা সামনে রেখে উত্তরের পথে যাত্রী বেড়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েকগুণ বেড়েছে ছোটবড় পরিবহন। গাড়ি পারাপারের বেড়েছে টোল আদায়ের পরিমাণ। এতে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা; যা এই সেতুতে সর্বোচ্চ টোল আদায়। 

বুধবার (২৮ জুন) সকাল বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। এতে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। যা এই সেতুতে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। এর আগে গত বছরের ৭ জুলাই সব্বোর্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। সেসময় সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি পরিবহন।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। এরমধ্যে শুধু মাত্র মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এই সময়ে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পাড় হয়েছে ৩৬ হাজার ৪৯১টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পাড় হয়েছে ১৮ হাজার ৯৯৭টি। এতে টোল আদায়ের পরিমাণ এক কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা