× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃতী শিক্ষার্থীদের ‘সূর্যডিম আম’ দিলেন বগুড়ার পুলিশ সুপার

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৭:৩৮ পিএম

শিক্ষার্থীদের সূর্যডিম আম দিলেন বগুড়ার পুলিশ সুপার। প্রবা ফটো

শিক্ষার্থীদের সূর্যডিম আম দিলেন বগুড়ার পুলিশ সুপার। প্রবা ফটো

বগুড়ায় ২১ কৃতী শিক্ষার্থীকে আম উপহার দিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ লাইন্স ড্রিল স্কয়ারে ফল উৎসবে এ আম তুলে দেন তিনি। 

প্রতিবছরের মতো এ বছরেও জেলা পুলিশের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়।  করমচা, লটকন, জাম, সবেদা, ডেওয়া, জামরুল, পেঁপে, তালের শ্বাস, কামরাঙা, পেয়ারা, জাম্বুরা, আখ, কাঁঠাল, খেজুর, বাঙ্গি, তরমুজ, ডাব, কলা, আনারস, লিচু, আমসহ ২৫ রকমের ফল ছিল এই উৎসবে। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন ,  ‘আমাদের দেশীয় ফল চিনতে হবে। আমাদের সন্তানদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিকে ভালোবাসতে হবে। আমি কথা দিয়েছিলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের সবচেয়ে দামি ‘সূর্যডিম আম’ উপহার দেব। সেই কথা আজ রাখলাম। আমাদের উৎপাদিত এই সূর্যডিম আম শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে আমরা খুশি।’

পুলিশ সুপারের আমন্ত্রণে উৎসবে বগুড়া সিআইডি পুলিশ সুপার কাউছার শিকদার, পুলিশ সুপার (ইন সার্ভিস) বেলাল হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনুসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা