× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে এইচআইভিতে আক্রান্ত ১৪৬, মৃত্যু ১৩

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৬:০৪ পিএম

সোমবার যশোরে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভা। প্রবা ফটো

সোমবার যশোরে এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভা। প্রবা ফটো

যশোরে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুন) এইচআইভি প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবীদের মতবিনিময় সভায় এ তথ্য দেন এফপিএবি জেলা কর্মকর্তা আবিদুর রহমান।

আবিদুর রহমানের দেওয়া তথ্যমতে, যশোরে ২০০৬ সাল থেকে এইচআইভি পরীক্ষা শুরু হয়। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত ১৪৬ জন নারী-পুরুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। 

এর মধ্যে ২০০৮ সালে দুজন, ২০১০ সালে সাতজন, ২০১১ সালে ছয়জন, ২০১২ সালে নয়জন, ২০১৩ সালে আটজন, ২০১৪ সালে ২৩ জন, ২০১৫ সালে ৩৩ জন, ২০১৬ সালে ১৩ জন, ২০১৭ সালে আটজন, ২০১৮ সালে ছয়জন, ২০১৯ সালে ১০ জন, ২০২০ সালে ১০ জন, ২০২১ সালে একজন এবং ২০২২ সালে ১০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এইডস রোগীর সংখ্যা ২০ জন। এইডস রোগীদের মধ্যে ১৩ জনের মৃত্য হয়েছে। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী।

যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ’উদ্বেগজনক হারে বাড়ছে যশোরের এইডস রোগীর সংখ্যা। কিছু দিন আগে এমএম কলেজে তিনজনের শরীরে এইচআইভি ধরা পড়েছে। তারা তিনজন একই সঙ্গে একই রুমে থাকত। এটা যশোরের জন্য অশনিসংকেত। যশোরের আক্রান্ত সবাই চিকিৎসাধীন আছেন। আমরা জরুরি ভিত্তিতে এইডস রোগীদের চিকিৎসাকেন্দ্রের জন্য আবেদন করেছি। খুব দ্রুত আমরা যশোরে এইডস রোগীদের চিকিৎসাসেবা প্রদান করব।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক। এ ছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (সিএস) ডা. রেহেনেওয়াজ, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটি (সিএমকেএস) ডাম কনসোর্টিয়াম সাব-ডিআইসি ইনচার্জ মিলন মণ্ডল, জেলার এইডস কমিটির ফোকাল পারসোন ও এফপিএবি জেলার কর্মকর্তা আবিদুর রহমান, এইচআইভি কাউন্সিলর কাম অ্যাডমিনিস্ট্রেশন সুদেব কুমার বিশ্বাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা