× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে উত্তরবঙ্গের যাত্রীদের কোনো ভোগান্তি হবে না : ডিআইজি বাতেন

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:৫০ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৬:০২ পিএম

সিরাজগঞ্জে মহাসড়ক পরিদর্শনের পর রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক আব্দুল বাতেন। প্রবা ফটো

সিরাজগঞ্জে মহাসড়ক পরিদর্শনের পর রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক আব্দুল বাতেন। প্রবা ফটো

ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার ঈদযাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। 

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে ঢোকার মুখের লাইনগুলোতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে।  

রবিবার (২৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের ঢাকা-সিরাজগঞ্জ-রংপুর মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, গত ঈদুল ফিতরের চেয়েও স্বস্তির হবে উত্তর ও দক্ষিণাঞ্চলবাসীর সড়ক পথে এবারের ঈদযাত্রা। সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন সহশ্রাধিক পুলিশ। মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফিডার রোড ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

গত দুই-তিন দিন থেকে মহাসড়কটিতে গাড়ির চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। তবে তার আগেই সিরাজগঞ্জের জ্যামপ্রবণ এলাকা কড্ডার মোড়ে নির্মাণাধীন কড্ডা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া নকলা সেতুও খুলে দেওয়া হয়েছে। 

অন্যদিকে সিরাজগঞ্জ-রংপুর মহাসড়কের চার লেনের যে কাজ চলমান রয়েছে, সে সড়কেরও বেশ কিছু অংশে দুটি করে লেন আবার কোথাও চারটি লেনই ঈদযাত্রার জন্য খুলে দিয়েছে সড়ক বিভাগ। ফলে মহাসড়কটিতে ব্যাপক চাপ থাকলেও ঈদের আগে ফ্লাইওভার, সেতু ও সড়ক খুলে দেওয়ায় গাড়ি স্বাভাবিক অবস্থায় চলছে। চাপ থাকলেও সড়কটিতে কোনো জ্যামের তথ্য পাওয়া যায়নি।  

এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, ইন সার্ভিসের পুলিশ সুপার শরীফ আহমেদ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,  ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলম ও দিদারুল আলম তরফদার উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা