× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেষ্টা ছাড়া ভাগ্য বদলায় না : মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ২৪ জুন ২০২৩ ১৪:৪০ পিএম

নকলায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করেন মতিয়া চৌধুরী। প্রবা ফটো

নকলায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ করেন মতিয়া চৌধুরী। প্রবা ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ভাগ্য বদলাতে হলে চেষ্টা করতে হবে। বিছানায় শুয়ে চোখ মেলে স্বপ্ন দেখলে হবে না। চেষ্টা ছাড়া কোনো জাতির ভাগ্যের পরিবর্তন হয় না।

শনিবার (২৪ জুন) সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় শ্রেণির সেরা ২০ জন, চতুর্থ শ্রেণির সেরা পাঁচজন, পঞ্চম শ্রেণির সেরা ২০ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেরা ২০ জন, সপ্তম শ্রেণির সেরা ২০ জন, অষ্টম শ্রেণির সেরা ১০ জন ও নবম শ্রেণির সেরা ২০ জন শিক্ষার্থীর মাঝে অর্থ সহায়তা দেন মতিয়া চৌধুরী। এজন্য তিনি দুই দিনের সফরে শেরপুর অবস্থান করছেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘চেষ্টার মাধ্যমে ভাগ্য বদলের প্রমাণ তুরস্কের কামাল আতাতুর্ক। তুর্কি জাতি একসময় নির্জীব ছিল। কামাল আতাতুর্ক তাদের জাগিয়ে তুলেছিলেন। এখন তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সাধারণ পরিবারের সন্তানদের উন্নয়নে কাজ করা। শিক্ষার্থীদের প্রণোদনা দিলে তারা পড়ালেখায় উৎসাহিত হবে।’

এ সময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা