× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়ায় ৬৮ মৃত্যু : প্রশাসনকে দুষলেন রেলমন্ত্রী

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ২০:১৫ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ২১:১৭ পিএম

পঞ্চগড়ের মাড়েয়া বামনহাটে বুধবার বিকালে নূরুল ইসলাম সুজন। ছবি : প্রবা

পঞ্চগড়ের মাড়েয়া বামনহাটে বুধবার বিকালে নূরুল ইসলাম সুজন। ছবি : প্রবা

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এখানে প্রশাসনের গাফিলতি ছিল। ঘাটে যারা দায়িত্বে ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে স্বজন হারানো পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে দায় স্বীকার করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এমন নৌকাডুবির ঘটনা পঞ্চগড়ের মানুষ আগে কখনও দেখেনি। এখানে প্রশাসনের গাফিলতি ছিল। আমাদের লোকও দেখেনি, ঘাটের লোকও দেখেনি। একে অবহেলা হিসেবে আমি দেখছি। ঘাটে যারা দায়িত্বে ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’

মন্ত্রী বলেন, ‘যাত্রীদেরও অবহেলা আছে। মাঝিরও উচিত ছিল একসাথে এত মানুষ নৌকায় না ওঠানোর। আর যারা ঘাটের দায়িত্বে ছিল, তাদেরও দায়িত্বের অভাব ছিল। যদি দায়িত্ব পালন করত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কারা দায়িত্ব পালন করেছে আর কারা করেনি, তা খতিয়ে দেখার জন্য জেলা থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার সকালে ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিহত প্রত্যেকের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের পক্ষ থেকে ২৫ হাজার, ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার ও রেলমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার করে টাকা দেওয়া হবে।’

নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা মর্মান্তিক। নিহতদের পরিবারকে শোক জানানোর ভাষা নেই। এলাকাবাসী যেভাবে উদ্ধারকাজে এগিয়ে এসেছে তা প্রশংসার ওপরে।’

রবিবার দুপুর আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে নৌকা ডুবে ৬৮ জন মারা যায়। নিখোঁজ রয়েছে আরও চারজন। নৌকার যাত্রীরা মহালয়া উপলক্ষে বোদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।

এ ঘটনায় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের ঘোষণা

আউলিয়ার ঘাট পরিদর্শন করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরের শেষদিকে বা আগামী বছরের প্রথম দিকেই মাড়েয়া ইউনিয়ন ও কালিয়াগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করা করতোয়ার ওপর ওয়াই শেপের একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এজন্য দরপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই নেওয়া হবে বলে জানান তিনি। 

সেতুর প্রস্তাব পাস হয়েছে বলে জানান তিনি। তবে এলাকাবাসী তার কথায় আশ্বস্ত হননি।

স্থানী বাসিন্দা প্রফুল কুমার বলেন, ‘কাগজে-কলমেই হয় আউলিয়ার ঘাটের ব্রিজ। বাস্তবে না। গত বছর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ঘাটটি পরিদর্শন করে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৮ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল আউলিয়ার ঘাট এলাকায় পানি ও নদীর গতিপথ নির্ণয় ও সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেছিল।’

প্রতিবছর বোদেশ্বরী মন্দিরে মহালয়ার দিনে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। জনশ্রুতি রয়েছে, সীতার ১৬টি খণ্ডের একটি খণ্ড এ মন্দিরে রাখা হয়েছিল। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে এ মন্দিরে পূজা দিতে আসে হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে এ মন্দিরে আসতে আউলিয়ার ঘাট ব্যবহার করা হচ্ছে। 


প্রবা/টিকে/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা