× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালোড়া পৌর নির্বাচন

বৃষ্টিতে থেমে নেই ভোটগ্রহণ

বগুড়া অফিস

প্রকাশ : ২১ জুন ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ২১ জুন ২০২৩ ১৪:১৮ পিএম

বৃষ্টির আগে লাইনে দাঁড়নো ভোটাররা। প্রবা ফটো

বৃষ্টির আগে লাইনে দাঁড়নো ভোটাররা। প্রবা ফটো

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। কিন্তু এতে ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ছেদ পড়েনি। বৃষ্টি উপেক্ষা করে তারা বগুড়া তালোড়া পৌর নির্বাচনে ভোটারদের উপস্থিতি ভালো লক্ষ্য করা গেছে। 

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৯টি কেন্দ্রেই সকাল থেকেই নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।  তারা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)  এ তাদের ভোটা দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 

হুইল চেয়ারে ছেলেকে সঙ্গে বৃষ্টির পর ভোট দিতে এসেছেন ইলা মন্ডল। তিনি বলেন, ‘আমি লিভার ক্যান্সারের রোগী।  প্রথম ইভিএমে ভোট দেওয়া মিস করতে চাইনি। বৃষ্টি থামা মাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলাম। মেশিনে ভোট দেওয়া খুব সহজ।’ 

হুজাইফা আকন্দ নামে এক ভোটার বলেন, সকাল থেকেই  থেমে থেমে বৃষ্টি হচ্ছে৷ কিন্তু ৫ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তাই পরিবারের তিনজন ভোটারই ভোট দিতে আসছি। 

বৃষ্টির জন্য ভোট দিতে অপেক্ষারত সোহেল রানা বলেনন, ‘লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে বারান্দায় দাঁড়াতে হলো। বৃষ্টি থামলেই ভোট দিব।’ 

নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মধ্যে আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীকে, এস এম সাহিদ লাঙ্গল প্রতীকে, কামরুল ইসলাম হাতপাখা প্রতীকে,  মোছা. আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীকে, আবু হোসেন সরকার নারিকেল গাছ প্রতীকে, আব্দুল জলিল খন্দকার জগ প্রতীকে এবং নৌকা প্রতীকে আমিরুল ইসলাম বকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নৌকা প্রতীক প্রার্থী আমিরুল ইসলাম বকুল বলেন, ভোটের পরিবেশ দারুন৷ ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন৷ ফলাফল যাই হোক মেনে নিব। 

বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টিতে ভোটারদের উপস্থিতিতে কোনো প্রভাব পড়েনি। তালোড়া পৌরসভায় মোট ১৬ হাজার ৭৬জন ভোটার। কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র‍্যাব ও পুলিশ সার্বক্ষণিক কাজ করছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা