× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্যমন্ত্রীকে মানহানির চেষ্টা

কথিত সাংবাদিক নাজমুস সাকিবসহ ৮ জনের নামে মামলা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৬:১০ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৭:৩০ পিএম

কথিত সাংবাদিক নাজমুস সাকিব।

কথিত সাংবাদিক নাজমুস সাকিব।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক-ইউটিউবে আপলোড করার দায়ে কানাডা প্রবাসী কথিত সাংবাদিক নাজমুস সাকিবসহ ৮ জনের নামে মামলা হয়েছে।

রবিবার (১৮ জুন) চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি।
 
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘আমার প্রিয় নেতা ড. হাছান মাহমুদ এমপিকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তথ্যমন্ত্রীর ছবি নাম উল্লেখ করে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করে।

‘প্রকৃতপক্ষে ওই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ‘নাগরিক টিভি’ কোনো টিভি চ্যানেল নয়, এটি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের কর্মকাণ্ডের কারণে সরকার অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ এরই মধ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করেছে। এতে বলা হয়েছে আসামি পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’

যারা ওই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং ভবিষ্যতে শেয়ার করবেন তাদেরও আসামি করা হবে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বসহকারে মামলাটি দেখছি। এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে ইতঃপূর্বেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ পেয়েছি, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এ ছাড়া লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারী একটি মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রয়েছে তার। অভিযুক্তের স্থায়ী ঠিকানা ঢাকার বাসাবোতে ও গ্রামের বাড়ি রংপুর। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা