× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে আ.লীগের দুই গ্রুপের গোলাগুলিতে বাবা নিহত, ছেলে গুলিবিদ্ধ

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ২০:১৮ পিএম

গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো মোবারক হোসেন। প্রবা ফটো

গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো মোবারক হোসেন। প্রবা ফটো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

নিহত ব্যক্তি হলেন মোবারক হোসেন। গুলিবিদ্ধ হয়েছেন ইমরান বেপারি ও জহির কবিরাজ। তাদের মধ্যে ইমরান নিহত ওই ব্যক্তির ছেলে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী বলে জানা গেছে। অভিযোগ আছে, যারা গুলি করেছেন তারা স্থানীয় মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের অনুসারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিগমা রশিদ জানান, রোগীকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। গুলিবিদ্ধ দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ইউপি চেয়ারম্যান কাজী মিজান জানান, মাস দুয়েক আগে মোহনপুর ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক। স্থানীয় কালু গ্রুপের সমর্থনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আলমগীর হোসেন। এ নিয়ে কালুর সঙ্গে রাজ্জাকের দূরত্ব আরও বাড়ে।

শনিবার মোহনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ডাকেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি কালুকে সমাবেশে লোক সমাগম করার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে এ দিন দুপুরে দীর্ঘদিন পর কালু বাহাদুর গ্রামে যান। রাজ্জাকের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায় কালুর সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘সমাবেশে আসার পথে ইউপি চেয়ারম্যান কাজী মিজানের অনুসারীরা অতর্কিতভাবে গুলি করেছে। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিনকে ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। তবে মুসা নামের এক যুবলীগ কর্মীকে এ ঘটনায় আটকের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা