× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিনফসলি জমিরক্ষায় কৃষকদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৮:৩৪ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ২০:১৭ পিএম

কোটালীপাড়ায় তিনফসলি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

কোটালীপাড়ায় তিনফসলি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিনফসলি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন করেছেন জমির মালিক ও সাধারণ কৃষক। বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাঁচিকাঠা গ্রামে জমির ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে কাদের মোল্লা, গনি মোল্লা, দশরথ বিশ্বাস, মিন্টু শিকদার প্রমুখ বক্তব্য দেন। জমির মালিক কাদের মোল্লা বলেন, ‘এলাকার প্রভাবশালীরা তিনফসলি জমি কেটে ঘের করছেন। এতে আশঙ্কাজনক হারে কৃষিজমি হ্রাস পাচ্ছে। আইনের কোনো তোয়াক্কা করছেন না তারা।’

গনি মোল্লা বলেন, ‘এলাকার একটি প্রভাবশালী মহল প্রায় ৩৫০ বিঘা জমি নিয়ে মাছের ঘের করছে। আমাদের এ জমিতে দুই ফসল আবার তিন ফসলও উৎপাদন করা যায়। মাছের ঘের হলে আমরা সাধারণ চাষিরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব।’ 

মৎস্যচাষি দশরথ বিশ্বাস বলেন, ’বর্ষা মৌসুমে অনেক অসহায় মানুষ এ বিল থেকে দেশীয় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। গবাদিপশুর খাদ্যও আমরা এ জমি থেকে সংগ্রহ করি। তা ছাড়া এ ঘেরের মধ্যে আমাদের অনেক বাড়িঘর রয়েছে। এখানে মাছ চাষ করলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হব।’ 

জমির মালিক মিন্টু শিকদার বলেন, ‘তিনফসলি জমি কেটে ঘের করা বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা