× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে অস্ত্রের মহড়া

সিটি নির্বাচন করতে পারবেন না সেই প্রার্থী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৩ ১৬:৫৪ পিএম

সিলেটের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আফতাব হোসেন খান ও তার অনুসারীদের সশস্ত্র মহড়ার চিত্র। ছবি : সংগৃহীত

সিলেটের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আফতাব হোসেন খান ও তার অনুসারীদের সশস্ত্র মহড়ার চিত্র। ছবি : সংগৃহীত

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জুন) বিকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সোমবার (১২ জুন) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাড়ির সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ফুটেজ ছড়িয়ে পড়ে। তা ছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ (লাটিম প্রতীক) বিষয়টি নিয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। এতে ওই ঘটনার সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলরপ্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতসহ নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে প্রার্থীকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ইসি নির্দেশনা দেয়।

দুপুরে শুনানি শেষে ইসি তার প্রার্থিতা বাতিল করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা