× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২১:৪১ পিএম

গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি ও বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের ভেতরে ভেদাভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সোমবার (১২ জুন) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’-এ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ফরিদুল হক খান বলেন, ‘সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে। এমন কোনো কিছু করা যাবে না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো ধরনের আঘাত আসে।’

সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবদল্লাহ আল শাহীন। 

অনুষ্ঠানে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুয়েল আহম্মেদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা পারভেজ, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা কালেক্টর মসজিদের ইমাম মুফতি জোবায়ের আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি পরেশ চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি রনজিৎ বখসি র্সূয প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা