× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শেখের মাইয়া ভোট কতো সহজ করছে’

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১৬:২৩ পিএম

 প্রথমবারের মতো ইভিএমে ভোট দেওয়ার পর বৃদ্ধা মনোয়ারা বেগম জানান নিজের অনুভূতি। প্রবা ফটো

প্রথমবারের মতো ইভিএমে ভোট দেওয়ার পর বৃদ্ধা মনোয়ারা বেগম জানান নিজের অনুভূতি। প্রবা ফটো

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে ভোট শেষ হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকেই ইভিএমে ভোট শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের প্রবীণ ভোটার মনোয়ারা বেগম। প্রথমবারের মতো তিনি ওই ওয়ার্ডের কাশিপুর এনএস আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এসে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন।

খুব দ্রুততার সঙ্গেই ভোট দিতে পেরেছেন মনোয়ারা বেগম। ভোট দিয়ে তিনি বলেন, ‘আগে তো কাগজে সিল দিতাম। এইবার দিছি মেশিনে। শেখের (শেখ মুজিবুর রহমান) মাইয়া (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ভোট কতো সহজ করছে। মেশিন ধরলাম, আর ভোট হইয়া গেল।’

কাশিপুর এনএস আলিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাফর হোসেন বলেন, ‘এই কেন্দ্রে ৩ হাজার ২১৬ ভোট। এর মধ্যে সকাল থেকেই নারী ও প্রবীণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।’

বরিশাল সিটি করপোরেশনের গত নির্বাচনে সীমিত পরিসরে ইভিএমে ভোট হয়েছিল। তবে এবারের নির্বাচনে ১২৬টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়। 

এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর ১১৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জনসহ ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

এরই মধ্যে ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। এরপর গণনা করে ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা