× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবার কোনো আপস নয় : মির্জা ফখরুল

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৭:৫৯ পিএম

গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার সাগর সৈকত কনফারেন্স রুমে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার সাগর সৈকত কনফারেন্স রুমে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এবার কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসনও পাবে না।


রবিবার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার সাগর সৈকত কনফারেন্স রুমে মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি। সম্মেলনে দুই সদস্যের মহানগর কমিটি গঠন করা হয়। এতে আগের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম. মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক ও সদস্য সচিব শওকত হোসেন সরকারকে সভাপতি করা হয়েছে। 

তিনি বলেন, ‘আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কেয়ারটেকার সরকার ডেড ইস্যু। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হলে তোমাদের জেতার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ নির্বাচন চায়। সেই নির্বাচন আমরা করব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। এ ব্যপারে কোনো আপস হবে না।’

সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করিয়েছে। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই সিল মেরে নিয়ে গেছে, আহা কী মজা। এইবার ঘুঘুকে সেই কাজ করতে দেওয়া হবে না। এবার জনগণ জেগে উঠেছে। রাষ্ট্র সংস্কারের জন্য ১০ দফা দাবি তারেক রহমান দিয়েছেন।

‘বন্ধুরা আমরা যাদের সঙ্গে সংগ্রাম করছি, তারা কিন্তু সাধারণ কেউ নয়, তারা দানব। সবকিছু তছনছ করে দিয়েছে। তারা আমাদের স্বপ্নগুলো ভেঙে দিয়েছে। এখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। আমরা জনগণকে সংগঠিত করে একটা উত্তাল তরঙ্গের মতো আন্দোলন সৃষ্টি করব। সেই আন্দোলনের মাধ্যমে আমরা তাদের পদত্যাগ করতে বাধ্য করব। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করে একটি সত্যিকারের পার্লামেন্ট গঠন করব।’

সংলাপ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের একেক সময় একেক বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘জয় আমাদের সুনিশ্চিত। দেখেন তাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবোলতাবোল বলা শুরু করেছে। সকালে বলে এক কথা বিকালে আবার অন্য কথা। কেউ বলে সংলাপ করবে, কেউ বলে সংলাপ করবে না। আরে তোমাদের সঙ্গে সংলাপ করবে কে। তোমাদের সংলাপ তো জানি। তোমরা মিথ্যা কথা বলো আর জনগণের সঙ্গে ছলনা করো। তাই এবার আর কোনো ফাঁদে পা দেওয়া নয়। এবার লড়াই-সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। টেক ব্যাক বাংলাদেশ, ফয়সালা হবে রাজপথে।‘

দ্বি-বার্ষিক সম্মেলনে গাজীপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম. মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো প্রমুখ।

এ সময় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে যোগ দেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সদস্য কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক স্বাধীন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির মহিলা দলের সভাপতি শিরীন চাকলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এলিচ, সুরুজ আহমেদ ও আব্দুস সালাম, গাজীপুর মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ প্রমুখ।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। কমিউনিটি সেন্টার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহানগর বিএনপির প্রয়াত নেতা সোহরাব উদ্দিনসহ অন্যান্য প্রয়াত নেতার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা