× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ মনু মিয়াকে স্মরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২২:৩৭ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ২৩:০৫ পিএম

মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে নয়াগ্রামে শহীদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। প্রবা ফটো

মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে নয়াগ্রামে শহীদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। প্রবা ফটো

পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে সিলেটের বিয়ানীবাজারে শহীদ মনু মিয়া দিবস পালিত হয়েছে। বুধবার (৭ জুন) মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে তার জন্মভূমি পৌর শহরের নয়াগ্রামে তাকে স্মরণ করা হয়।

ফখরুদ দৌলা মনু মিয়া বা শহীদ মনু মিয়া ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হন। দিনটির স্মরণে নয়াগ্রামে তার স্মৃতিফলকে বিয়ানীবাজার পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভার।

এ সময় বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান খান, মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব খালেদ জাফরীসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

মনু মিয়া জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান। পরে চাকরি নেন এক কোম্পানিতে।১৯৬৬ সালের ৭ জুন বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্প এলাকার শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে রাজপথে বের হন। তারা তেজগাঁও রেলস্টেশনের আউটার সিগনালের কাছে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করেন।

পুলিশ তাদেরকে দমানোর চেষ্টা করে ব্যর্থ হলে একপর্যায়ে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ৩০ বছর বয়সী শ্রমিক মনু মিয়া। তার মরদেহ নিয়ে ছাত্র-জনতা ও শ্রমিকরা বিশাল বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার শহীদ মনু মিয়ার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়। রাজধানী ঢাকার তেজগাঁও নাখালপাড়ায় তার নামে ‘মনু মিয়া উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া স্থানীয়ভাবে শহীদ মনু মিয়ার স্মৃতিচিহ্ন রক্ষায় বিয়ানীবাজারের যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা